বামের চিত্রে টর্ক নিচের দিকে ভরের দিক বরাবর দেয়া হয়েছে কিন্তু ডানের চিত্রে উপরের দিকে কেনো?টর্ক তো সেদিকেই হবে যেদিকে ভর বেশি থাকবে,দাড়িপাল্লার মত সেদিকেই ঘুরবে।ডানের চিত্রে টর্ক তাহলে নিচের দিকে হওয়ার কথা না?কারন উপরে তো তারের টানের ফলে পাটাতন উপরে উঠবে না বা ঘুরবে না,ঘুরবে তো ভর যেদিকে হেলে থাকবে সেদিকে অর্থাৎ নিচের দিকে।এই বিষয়টায় কনফিউজড। question

Comments