প্রশ্ন: আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে ভরের কী হবে?
ক. একই থাকে
খ. কমে যাবে
গ. বেড়ে যাবে
ঘ. শূন্য হবে
উত্তর দেওয়া আছে গ।

কিন্তু কীভাবে? ভরের কী কোনো পরিবর্তন হয়? আমরা তো জানি শক্তির পরিবর্তন হয়। এখানে কি "ভর আর শক্তি একই" এমন কিছু বুঝানোর স্বার্থে বলল নাকি যে বেগ বাড়লে ভরও বেড়ে যাবে?
নাকি আসলেই ভুল দেওয়া হয়েছে?

Comments