আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট।সব অধ্যায় কমপ্লিট হয়েছে একটি বাদে। একাডেমিকে ইন্টিগ্রেশন স্কিপ করা হয়েছিল। এইচএসসি পরীক্ষার পরেই এই গ্যাপটা পূরণ করার দরকার ছিল আমি বুঝতে পারিনি। ২০ তারিখ ঢাবি ক ভর্তি পরীক্ষা। আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হতে এক মাসের মতো সময় আছে। এই মুহূর্তে এসে এই অধ্যায়টা কি পড়া উচিত? কিভাবে পড়া উচিত?ঢাবি ক ও ইঞ্জিনিয়ারিং এর জন্য? যাতে বিগত বছর থেকে বা সহজ কনসেপ্ট থেকে প্রশ্ন দিলে পারি?মানে যেগুলো আসে কমন প্রবলেম গুলো যাতে পারি পারি।